Logo
Logo
×

২ যুগে যুগান্তর

সত্য প্রকাশে যুগান্তর সব সময় আপসহীন: এমপি ধনু

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৮ পিএম

সত্য প্রকাশে যুগান্তর সব সময় আপসহীন: এমপি ধনু

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে দৈনিক যুগান্তর একটি সাহসী পত্রিকা। সত্য প্রকাশে যুগান্তর সব সময় আপসহীন।

তিনি বলেন, যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম ছিলেন দেশের শিল্প উদ্যোক্তাদের অগ্রজ। তিনি সব কিছুতেই নাম্বার ওয়ান ছিলেন। তার প্রতিষ্ঠিত অধিকাংশ কোম্পানিই দেশসেরা। এসব প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশের অগ্রযাত্রায় তার অগ্রণী ভূমিকা রয়েছে। নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার প্রতিষ্ঠিত যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

দৈনিক যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষে স্বজন সমাবেশ ভালুকা উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভায় এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এসব কথা বলেন।

যুগান্তরের ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে স্বজন সমাবেশে ভালুকা উপজেলা শাখার সদস্য সচিব হাবিবুল্লাহ সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওমর হায়াত খান নঈম, ভালুকা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, মেদিলা মুছাফির মঞ্জিল মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হক, ডাকাতিয়া গোলাপবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জামাল উদ্দিন, ভালুকা প্রেস ক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান তরফদার,ভালুকা প্রেস ক্লাবে সাবেক সভাপতি এস,এম শাহজাহান সেলিম, কালের কণ্ঠের ভালুকা প্রতিনিধি মোখলেছুর রহমান মনির, এনটিভির ভালুকা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, নয়া দিগন্তের ভালুকা সংবাদদাতা আসাদুজ্জমান ফজলু, ভালুকা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি খলিলুর রহমান জুয়েল, ভালুকা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, প্রথম আলোর ভালুকা প্রতিনিধি, মাহমুদুল হাসান ফুরাত, দেশ রূপান্তরের ভালুকা প্রতিনিধি শাহ মো. আলী আজগর, এটিএন বাংলার ভালুকা প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি  এমএ সবুর বাকী বিল্লাহ, ভালুকা প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক কামরুল আরেফিন, ভালুকা প্রেস ক্লাবের সদস্য হাদিকুর রহমান হাদিস ও আফরোজা আক্তার জবা।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ভালুকা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম