‘দেশকে বেকারমুক্ত করতে কাজ করেছেন নুরুল ইসলাম’
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম দেশকে বেকারমুক্ত করার জন্য কাজ করে গেছেন। তার প্রতিষ্ঠিত দৈনিক যুগান্তর একটি দেশের প্রথমসারির পত্রিকা। পত্রিকাটি শুরু থেকেই অনিয়ম, দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। অবহেলিত মানুষের পাশে আছে, আশা করি বাকি সময়েও থাকবে।
রোববার নেত্রকোনার মদন প্রেস ক্লাবে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে স্বজন সমাবেশের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান এসব কথা বলেন।
স্বজন উপদেষ্টা দৈনিক যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেনের সঞ্চলনায় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোতাহার আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল রবিউল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শাহ নূর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সম্মানিত সদস্য মো. ইউসুফ আলী তালুকদার, সাবেক সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল হক রনু, অর্থ সম্পাদক সামছুল আলম ভূঁইয়া, প্রেস ক্লাব সদস্য আব্দুল আওয়াল পলাশ, কেএইচএম নূরুল আলম কামাল, ফয়েজ আহমেদ হৃদয় প্রমুখ।
