Logo
Logo
×

২ যুগে যুগান্তর

সাটুরিয়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৯ পিএম

সাটুরিয়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার বিকাল ৩টায় সাটুরিয়া সরকারি ডাকবাংলো মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। 

এ সময় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ও যুগান্তরের প্রকাশক এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির জন্য দোয়া মাহফিলও করা হয়েছে।

সাটুরিয়া প্রতিনিধি সাজাহান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈয়দ কালু শাহ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল ইসলাম খান টিটু।

সাংবাদিক ওয়াশিম আকরাম রাজার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সবুজ পরিবেশ আন্দোলনের সভাপতি মানিকগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. রাজ্জাক হোসেন রাজ, সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক সোহেল রানা।

স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম (ইত্তেফাক), অলোক রায় (কালবেলা), শহীদুল ইসলাম (যায়যায় দিন), মইনুল ইসলাম (আমাদের সময়), সফিকুল ইসলাম (নয়াদিগন্ত), শহীদুল ইসলাম খোকন, আ. রাজ্জাক প্রমুখ।

মানিকগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম