Logo
Logo
×

২ যুগে যুগান্তর

আমতলীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৮ পিএম

আমতলীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরগুনার আমতলীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে আমতলী উপজেলার পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বজন সমাবেশের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দৈনিক যুগান্তরের আমতলী উপজেলা প্রতিনিধি ও আমতলী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন (তপু)।

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণের মধ্য দিয়ে তার মাগফিরাত কামনা করে ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির মঙ্গল কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, কেক কাটা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন- বস্তুনিষ্ঠ সংবাদ, বহুল প্রচারিত, সত্য ও ন্যায়ের পক্ষে যুগান্তর আপসহীন ও বদ্ধপরিকর।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন- আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল ইসলাম মৃধা, কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মানবাধিকর কমিশনের উপজেলা সভাপতি বাবু অশোক কুমার মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন- আমতলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দেওয়ান কবির, আমতলী রিপোর্টর্স ইউনিটের সভাপতি হায়াতুজ্জামান মিরাজ মৃধা, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি পরিতোষ কর্মকার, আমতলী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ, গণ্যমান্য ব্যক্তি ও স্বজন সমাবেশের সদস্যরা।

বরগুনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম