কচুয়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের কচুয়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার বিকালে কচুয়া প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে কেক কাটেন।
দৈনিক যুগান্তরের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে এ সময় কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাবেক সভাপতি আবুল হোসেন, মানিক ভৌমিক, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, সাংবাদিক আতাউল করিম, মফিজুল ইসলাম বাবুল, আফাজ উদ্দিন মানিক, আবুল কালাম, ফরহাদ চৌধুরী, আলী আক্কাস তালুকদার, মাসুদ রানা, শান্তু ধর, মেহেদী হাসান, ওমর ফারুক সায়েম, মোহাম্মদ নাছির উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
