Logo
Logo
×

২ যুগে যুগান্তর

যুগান্তর গণমানুষের অন্তরজুড়ে রয়েছে

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৭ পিএম

যুগান্তর গণমানুষের অন্তরজুড়ে রয়েছে

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে ফেনী জেলা স্বজন সমাবেশ দিনব্যাপী অনুষ্ঠান পালন করছে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে বক্স মাহমুদ মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় সোমবার দুপুরে কুরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাওলানা মো. শাহআলম।

সকালে ফেনী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ফেনী সরকারি কলেজে কেক কাটা ও আলোচনা সমাবেশের আয়োজন করা হয়।

ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যুগান্তর প্রতিনিধি যতন মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সহ-সভাপতি এমএ জাফর, সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন, সাংবাদিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির, ফেনী পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা, তাহুখান, সানজিদা চৈতী প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে যুগান্তর গণমানুষের পত্রিকা হিসেবে পরিচিতি পেয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা হিসেবে যুগান্তরের লেখা ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের নির্দেশনায় তিল তিল করে যুগান্তর পাঠকের মনে স্থান করে নিয়েছে।

গণমানুষ ফেনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম