সত্য প্রকাশে যুগান্তর কোনো দ্বিধা করে না
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে ময়মনসিংহ স্বজন সমাবেশ কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার সকালে মুক্তাগাছার নিউ ড্রিম ট্রিম রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান বলেন, মিথ্যা তথ্যের আশ্রয় না নিয়ে, সার্বক্ষণিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে বলেই আজ সর্বমহলের কাছে যুগান্তর সমাদৃত। তাছাড়া সত্য প্রকাশে যুগান্তর কখনো কোনো দ্বিধাবোধ করে না।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা স্বজন সমাবেশের সভাপতি সাইফুজ্জামান দুদু। সঞ্চালনা করেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান আকাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম জিন্নাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ, আব্বাসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মতিউর রহমান, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার দাস ও এনটিভি ময়মনসিংহ প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলার সভাপতি মো. আইয়ুব আলী ও দাঁওগাও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা।
আলোচনা সভায় বক্তারা বলেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের হাতে গড়া দৈনিক যুগান্তর গণমানুষের পত্রিকা। নির্যাতিত-নিপীড়িত মানুষের কথা বলে যাচ্ছে।
বক্তারা সমাজের নানা ধরনের অসঙ্গতি, অসত্য, অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে আগামী দিনগুলোতে যুগান্তর আরও সাহসী ভূমিকা নিয়ে সামনে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করেন বক্তারা।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কাশেমপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম তালুকদার, ঘোগা ইউপির শরীফ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রুমি দাস, মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, ফাতেমা খাতুন শিখা প্রমুখ।
শিক্ষায় বিশেষ অবদান রাখায় স্বজন সমাবেশের পক্ষ থেকে মুক্তাগাছা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শোয়াইব।
