Logo
Logo
×

২ যুগে যুগান্তর

যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষ্যে কয়রায় আলোচনা সভা

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৮ পিএম

যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষ্যে কয়রায় আলোচনা সভা

দৈনিক যুগান্তর পত্রিকার দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে খুলনার কয়রায় কেক কাটা, র্যা লি, দোয়া ও আলোচনা সভা হয়েছে। র্যা লি শেষে মঙ্গলবার সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শেখ হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান, কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মণ্ডল।

দৈনিক যুগান্তরের কয়রা উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সাংবাদিক মোস্তফা শফিকুল, সদর উদ্দিন আহমেদ, মোহা. হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামন মনু, ইমতিয়াজ উদ্দিন, আ. খালেক, এসএম নুরুল আমিন নাহিন, জিএম নজরুল ইসলাম, কামাল হোসেন, নিতীশ সানা, গাজী আ. ছালাম, শেখ সিরাজুদৌল্যা লিংকন, শাহাজান সিরাজ, শেখ কওছার আলম, জিয়াউর রহমান ঝন্টু, ফরহাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- দৈনিক যুগান্তর পত্রিকা দীর্ঘ ২৩ বছর ধরে আপসহীনভাবে পথ চলে এ পর্যায়ে পৌঁছতে পেরেছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিত মানুষের পাশে থাকবে। এমন আশাই তারা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শেষে কেক কাটার পর যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। যুগান্তরের ২ যুগে পদার্পণ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষকসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

খুলনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম