Logo
Logo
×

২ যুগে যুগান্তর

বিজয়নগরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৯ পিএম

বিজয়নগরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাব সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও মুজিবুর রহমান সুজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এএইচ ইরফান উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন ও বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহম্মেদ।

স্বাগত বক্তব্য দেন যুগান্তরের বিজয়নগর প্রতিনিধি মো. সারুয়ার হাজারী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান খান ওমর, বাংলাদেশ টুডের প্রতিনিধি এসএম টিপু চৌধুরী, মিজানুর রহমান খান, জিয়াদুল হক বাবু, মো. রাষ্টু মিয়া প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় যুগান্তরের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রশংসা করেন এবং যুগান্তরের আরও সফলতা কামনা করেন।

আলোচনা সভা শেষে  প্রধান অতিথি কেক কেটে সবার মাঝে তা বিতরণ করেন। পরে মিষ্টি ও তোবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সময় যুগান্তরের পাঠক, প্রেস ক্লাবের সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম