Logo
Logo
×

২ যুগে যুগান্তর

এতিম শিশুদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ পিএম

এতিম শিশুদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে এতিম শিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার একটি এতিমখানায় এ আয়োজন করা হয়। 

এতিম শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতেই এ ব্যতিক্রম আয়োজন। অনুষ্ঠানে কেক কেটে আনন্দ-উল্লাসে মেতে ওঠে এতিমখানার অর্ধশতাধিক এতিম শিশু।

ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক যুগান্তরের দুই যুগ পদার্পণ উপলক্ষ্যে স্বজন সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে এতিম শিশুদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে স্মরণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি এতিমখানায় এ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ সুবীর ও জেলা প্রতিনিধি শাহ আলম সিকদারের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

সভায় বক্তারা বলেন, ‘সত্যের সন্ধানে নির্ভীক’ স্লোগানে দৈনিক যুগান্তর প্রায় দুই যুগের অভিযাত্রায় বঞ্চিত মানুষের মুখপত্র হিসেবে অন্যায়, অবিচার, অনিয়মসহ নানা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। সত্য প্রকাশে অবিচল থেকেছে। ফলে শুরু থেকেই যুগান্তর পাঠকের অন্তর জুড়ে ঠাঁই করে নিয়েছে। যুগান্তর তার সত্যনিষ্ঠ ও সাহসিকতার কারণে পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে। পত্রিকাটি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।

ব্রাহ্মণবাড়িয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম