Logo
Logo
×

২ যুগে যুগান্তর

ডামুড্যায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪২ পিএম

ডামুড্যায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শরীয়তপুরের ডামুড্যায় আনন্দ র্যা লি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় ডামুড্যা স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলার প্রেস ক্লাব হল রুমে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের ডামুড্যা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।

এ সময় উপস্থিত ছিলেন- ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের বাংলা প্রভাষক আশিকুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুর রহমান, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূজিত কর্মকার, সহকারী প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম, ডামুড্যা প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি এনামুল হক ইমরান, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কালাম সরদার, সদস্য ইয়ামিন কাদের নিলয়, যুগান্তর স্বজন সমাবেশের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডামুড্যা উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সদস্য সচিব সিমান্ত হাসান প্রিয়।

এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর আরও অনেকদূর এগিয়ে যাবে। দৈনিক যুগান্তর সব শ্রেণি-পেশার মানুষের মুখপত্র হিসবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠটা বজায় রেখে যুগান্তর ক্ষুরধার লেখনি অব্যাহত রেখেছে। যুগান্তর পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে সমাদৃত হয়েছে।

কেক কাটা শেষে ডামুড্যা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপহার হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শরীয়তপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম