সত্য প্রকাশে আপসহীন যুগান্তর: এমপি শাহজাদা
গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বহুল প্রচলিত দৈনিক যুগান্তর একটি সাহসী পত্রিকা। সত্য প্রকাশে সবসময় আপসহীন। দেশের সব গণমাধ্যমের মধ্যে যুগান্তর সবার চাইতে সেরা পত্রিকা। যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন শিল্প উদ্যোক্তাদের মধ্যে অগ্রজ। তার প্রতিষ্ঠিত যুগান্তর সমাজের অনিয়ম, দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি এবং যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তাদের অবস্থান ধরে রাখবে এটাই আমার বিশ্বাস। তার প্রতিষ্ঠিত অধিকাংশ কোম্পানিই বাংলাদেশে সেরা। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশের অর্থনীতিতে তার প্রতিষ্ঠানের অনেক ভূমিকা রয়েছে।
যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
পটুয়াখালীর গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের অফিসে বুধবার বেলা ১১টায় যুগান্তর প্রতিনিধি সোহাগ রহমানের সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস প্রমুখ।
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি হাসান এলাহী, সাধারণ সম্পাদক সায়েম আহম্মাদ সোহেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
