Logo
Logo
×

২ যুগে যুগান্তর

যুগান্তর দেশের মিডিয়া অঙ্গনকে উজ্জ্বল করেছে: এমপি শাওন

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১ পিএম

যুগান্তর দেশের মিডিয়া অঙ্গনকে উজ্জ্বল করেছে: এমপি শাওন

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম যুগান্তর পত্রিকা প্রকাশ করে এ দেশের মিডিয়া অঙ্গনকে উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, যমুনা গ্রুপের মাধ্যমে নুরুল ইসলাম যেমনি একজন শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা হয়েছেন, তেমনি তার প্রতিষ্ঠিত দৈনিক যুগান্তরও এ দেশের শীর্ষস্থানীয় পত্রিকা হয়েছে।

বুধবার ভোলার লালমোহনে স্বজন সমাবেশ ও লালমোহন প্রতিনিধি মো. জসিম জনির আয়োজনে যুগান্তর দুই যুগে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন প্রেস ক্লাবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মো. রুহুল আমিন।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনজু তালুকদার, পৌরসভার কাউন্সিলর ঈমাম হোসেন, যুগান্তরের তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি শাহিন আলম মাকসুদ প্রমুখ।

এমপি শাওন আরও বলেন, দৈনিক যুগান্তর একটি সাহসী পত্রিকা। সত্য প্রকাশে সবসময় আপসহীন। এ পত্রিকা সরকারের উন্নয়ন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুগান্তর সমাজের অনিয়ম, দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি এবং যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তাদের অবস্থান ধরে রাখবে বলে আশা করেন তিনি।

ভোলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম