Logo
Logo
×

২ যুগে যুগান্তর

যুগান্তর জনগণের অধিকারের কথা বলে: এমপি টগর

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬ পিএম

যুগান্তর জনগণের অধিকারের কথা বলে: এমপি টগর

দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে যুগান্তর। জনগণের অধিকারের কথা বলে, সমাজের অন্যায় অবিচার নিষ্পেষিত মানুষের পাশে থাকে। যুগান্তর দেশের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশের সংবাদ পাঠকের মনে জায়গা করে নিয়েছে। দেশের ১৮ কোটি মানুষের স্পন্দন হয়ে উঠেছে দৈনিক যুগান্তর। 

শুক্রবার রাত ৮টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেসক্লাবে যুগান্তরের ২ যুগ পদার্পণ অনুষ্ঠানে এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। 

শুক্রবার সন্ধ্যা দর্শনা প্রেসক্লাবে যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয। 

আলোচনা সভায় যুগান্তরের দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ইকরামুল হক পিপুল সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক কিশোর কুমার কুন্ডু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. রবিউল হক সুমন, দর্শনা থানার ইন্সপেক্টর (অপারেশন) নিরব হোসেন, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের নির্বাহী পরিচালক আবু সুফিয়ান, দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মো. বিল্লাল হোসেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ, মো. হানিফ মন্ডল, এফ এ আলমগীর, আহসান হাবিব মামুন, চঞ্চল মেহমুদ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, আব্দুল হান্নান, আব্দুর রহমান, ফরহাদ হোসেন, ইয়াছিন জুয়েল প্রমুখ।

যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম