Logo
Logo
×

২ যুগে যুগান্তর

বড়লেখায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৩ পিএম

বড়লেখায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশের উদ্যোগে কেককাটা অনুষ্ঠান, আলোচনাসভা ও বৃক্ষরোপণ করা হয়েছে। 

শনিবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বড়লেখা স্বজন সমাবেশের সভাপতি ও শাবির সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও সুনজিত কুমার চন্দ। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন যুগান্তরের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব। 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও স্বজন উপদেষ্টা অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, ফুলতলা-সাগরনাল শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ পারভেজ, শিক্ষক শুভাশিষ দে শুভ্র, সাংবাদিক জালাল আহমদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, এ.জে লাভলু, মস্তুফা উদ্দিন, শাবির ল্যাব সহকারী রিপন দাস, উপজেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সহসভাপতি আব্দুল আজিজ প্রমুখ। 

যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম