মাধবপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শুরু থেকেই সত্য ও সাহসের সঙ্গে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এখনো এ ধারা অব্যাহত রেখেছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপের মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ জীবনজীবিকা নির্বাহ করছেন। যমুনা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রোববার দুপুর ১২টায় মাধবপুর প্রেস ক্লাবে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।
তারা আরও বলেন, মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠায় এখানকার বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। যুগান্তর পত্রিকা প্রকাশ করে দেশের মিডিয়া অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করে। যে কারণে যুগান্তর শুরু থেকেই পাঠকপ্রিয় হয়ে ওঠে।
মাধবপুর প্রেস ক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়ার সভাপতিত্বে ও সাব্বির হাসানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বজন সমাবেশের আহ্বায়ক আলমগীর হোসেন টিপু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শংকর পাল, আলাউদ্দিন আল রনি, সমকাল প্রতিনিধি আইয়ুব খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক কাওসার আহম্মেদ, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মো. মিজানুর রহমান, ডেইলি সানের মাধবপুর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল খায়ের, সুব্রত দেব, যুগ্ম সম্পাদক আলমগীর করিব, সাংবাদিক একরামুল আলম লেবু, রাখাল দে, লিটন পাঠান, মাসুদ লস্কর প্রমুখ।
এর আগে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দৈনিক ইনকিলাবের মাধবপুর প্রতিনিধি কেএম সামছুল হক দোয়া মাহফিল পরিচালনা করেন।
মাধবপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৩:৪৩ | অনলাইন সংস্করণ
শুরু থেকেই সত্য ও সাহসের সঙ্গে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এখনো এ ধারা অব্যাহত রেখেছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপের মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ জীবনজীবিকা নির্বাহ করছেন। যমুনা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রোববার দুপুর ১২টায় মাধবপুর প্রেস ক্লাবে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।
তারা আরও বলেন, মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠায় এখানকার বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। যুগান্তর পত্রিকা প্রকাশ করে দেশের মিডিয়া অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করে। যে কারণে যুগান্তর শুরু থেকেই পাঠকপ্রিয় হয়ে ওঠে।
মাধবপুর প্রেস ক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়ার সভাপতিত্বে ও সাব্বির হাসানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বজন সমাবেশের আহ্বায়ক আলমগীর হোসেন টিপু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শংকর পাল, আলাউদ্দিন আল রনি, সমকাল প্রতিনিধি আইয়ুব খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক কাওসার আহম্মেদ, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মো. মিজানুর রহমান, ডেইলি সানের মাধবপুর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল খায়ের, সুব্রত দেব, যুগ্ম সম্পাদক আলমগীর করিব, সাংবাদিক একরামুল আলম লেবু, রাখাল দে, লিটন পাঠান, মাসুদ লস্কর প্রমুখ।
এর আগে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দৈনিক ইনকিলাবের মাধবপুর প্রতিনিধি কেএম সামছুল হক দোয়া মাহফিল পরিচালনা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023