যুগান্তর আমার আপনার সবার পত্রিকা: এমপি ইব্রাহিম

 চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০ পিএম  |  অনলাইন সংস্করণ

জন্ম থেকে দৈনিক যুগান্তর সত্য প্রকাশে আপসহীনভাবে এগিয়ে যাচ্ছে। দুর্নীতি, অন্যায়, অত্যাচার অবিচারের বিরুদ্ধে যুগান্তরের ভূমিকা অনস্বীকার্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যুগান্তর দেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। যুগান্তর আমার আপনার সবারই পত্রিকা।

রোববার দুপুরে যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে চাটখিলের যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম এসব কথা বলেন।

চাটখিল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে যুগান্তর প্রতিনিধি মো. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার কাজল, চাটখিল প্রেস ক্লাবের সাবেক সভাপতি দিদার উল আলম, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু, সাধারণ সম্পাদক মামুন হোসেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন।

স্বজন উপদেষ্টা ও চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম মোস্তফা, চাটখিল উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা আক্তার মেরী, নারী নেত্রী ও নতুন প্রজন্মের লেখিকা রুবামা নুর সুইটি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা প্রোগ্রামার জহিরুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, জয়াগ কলেজের সহকারী অধ্যাপক নুর হাসান দেওয়ান, গোলাম ছরোয়ার, চাটখিল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ফজলে রাব্বী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার গাজী, সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ, মহি উদ্দিন বাবু, আমান উল্যা মীর, আবুল কালাম আজাদ, শেখ ফরিদ, মনির হোসেন, আনোয়ারুল আজিম, রুহুল আমিন, ইমাম হাসান, জিএম শাকিল, জহিরুল ইসলাম রানা, ইমরান হোসেন সোহাগ, মো. রুবেল প্রমুখ। এছাড়া সভায় স্বজন সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি এইচএম ইব্রাহিম এমপি অতিথিদের নিয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : দুই যুগে যুগান্তর