Logo
Logo
×

২ যুগে যুগান্তর

নবীগঞ্জে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ পিএম

নবীগঞ্জে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হবিগঞ্জের নবীগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সন্ধ্যার পর উপজেলা হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তর নবীগঞ্জ প্রতিনিধি মো. সরওয়ার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।

এতে বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, রাকিল হোসেন, উত্তম কুমার পাল হিমেল, মুরাদ আহমদ, আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানু মিয়া, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, প্রবাসী সাংবাদিক আবু তাহের চৌধুরী, প্রেস ক্লাবের সদস্য মহিবুর রহমান, নবীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি এটিএম ফুয়াদ হাসান রাজন, অর্থ সম্পাদক সাগর মিয়া, যুবদল নেতা বুরহান উদ্দিন চৌধুরী ওয়েছ প্রমুখ।

হবিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম