Logo
Logo
×

২ যুগে যুগান্তর

হিলিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৮ পিএম

হিলিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের হিলিতে নানা আয়োজনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে স্বজন সমাবেশ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় হাকিমপুর প্রেসক্লাবের সভাকক্ষে এক পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বজন সমাবেশে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, মহিলা ভাইস-চেয়ারম্যান পারুল নাহার, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুর রহমান, হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া, হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান। 

এছাড়াও হাকিমপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আনেয়ার হোসেন বুলু, মুরাদ ইমাম কবির, রমেণ বসাক, শফিকুল ইসলাম শফিক, সালাউদ্দীন বকুল, হালিম আল রাজী, মিজানুর রহমান, নূরুজ্জামান, মোসলেম উদ্দীন, লুৎফর রহমান, সোহেল রানা, শাহীন আলম, সামিউল ইসলাম আরিফ, মোস্তাকিম হোসেনসহ অসেকেই। 

হাকিমপুর যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম