Logo
Logo
×

অর্থনীতি

মুনাফায় ফিরল ইসলামী ব্যাংক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম

মুনাফায় ফিরল ইসলামী ব্যাংক

ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অবশেষে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফায় ফিরেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ তথ্য প্রকাশ করা হয়। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০ পয়সা। তবে আগের বছরের (২০২৪ সাল) একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৫ পয়সা।  

এ নিয়ে চলতি বছরের তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬২ পয়সা। তবে ২০২৪ সালের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৬৬ পয়সা। 

আলোচিত তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয় ১২ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল মাইনাস তিন টাকা ০২ পয়সা। 

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ৪৪ টাকা ৪৮ পয়সা।  আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৪৫ টাকা ৩৭ পয়সা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম