Logo
Logo
×

অর্থনীতি

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ

টানা দরপতনের প্রতিবাদের শেয়ারবাজারে বড় ধরনের বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বুধবার তারা বিক্ষোভ করেন। 

এ সময়ে তারা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি ও তার কুশপুত্তলিকা দাহ করেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বিক্ষোভের নেতৃত্ব দেয়। 

শেয়ারবাজারে টানা দরপতন চলছে। দেড় মাসে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের ৫০ শতাংশের বেশি কমেছে। ফলে প্রতিদিনই বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়ে যাচ্ছে। 

সংশ্লিষ্টরা বলছেন, পুরো ঘটনার জন্য বিএসইসির দুর্বল নেতৃত্ব দায়ী। ফলে চেয়ারম্যানের অপসারণের দাবিতে এই বিক্ষোভ। দুপুর আড়াইটার দিকে শাপলা চত্বরের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বেলা ৩টার দিকে মিছিল ডিএসইর পুরোনো ভবনের সামনে এসে শেষ হয়। 

এ সময় বিনিয়োগকারীর খন্দকার রাশেদ মাকসুদ ও আইসিবির চেয়ারম্যান আবু আহমেদের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ শেষে বিনিয়োগকারীরা খন্দকার রাশেদ মাকসুদের কুশপুত্তলিকা দাহ করেন।

বিনিয়োগকারী বলেন, বিএসইসির নতুন চেয়ারম্যান একেবারে অযোগ্য। এই বাজার সম্পর্কে তার ধারণা ও জ্ঞান নেই। এমনকি নেতৃত্বের যোগ্যতাও নেই তার। তার প্রতি বিনিয়োগকারীদের কোনো আস্থা নেই। ফলে তাকে দিয়ে এই পুঁজিবাজারে ভালো কিছু আশা করা যায় না। 

তারা বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার ওপর আস্থা আছে। কিন্তু, বর্তমান বিএসইসির কমিশনের প্রতি বিনিয়োগকারীদের কোনো আস্থা নেই। 

শেয়ারবাজার বিনিয়োগকারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম