পাখির মিষ্টি গান
রফিক মুহাম্মদ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমার দেশে চারপাশে কত্ত রকম পাখি,
সারাটাদিন কিচিরমিচির করছে ডাকাডাকি।
ময়না, টিয়া, শালিক, দোয়েল হাজার পাখির গান,
সকাল, দুপুর, সন্ধ্যা সাঁঝে জুড়ায় সবার প্রাণ।
পুকুর পাড়ে কদম ডালে ঘুঘু ডাকে ভরদুপুরে,
সাঁঝেরবেলা ডাহুক ডাকে হৃদয় ভাঙা করুণ সুরে।
ঝিঙে না হয় লাউয়ের মাচায় বুলবুলিটা পুচ্ছ নাচায়,
সব পাখিতো মুক্ত স্বাধীন থাকতে চায় না বন্দি খাঁচায়।
আঙিনাতে লুটোপুটি চড়ুই পাখি করে খেলা,
পানকৌড়ি আর মাছরাঙাদের মাছ শিকারে কাটে বেলা।
কোকিল ডাকে কুহু কুহু দোলা লাগে প্রাণে,
ভোরবিহানে ঘুম ভাঙে যে পাখির মিষ্টি গানে।
