ছড়াকবিতা
সুপ্রভাত
নাসিরুদ্দীন তুসী
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পুবের আকাশে ফোটে আলোর গোলাপ,
নরোম রোদের গালে আরামের তাপ!
জানালায় উঁকি দিয়ে প্রভাত মুকুল
আমাকে দেখেই বলে, নাও নিমফুল!
শ্যামল ছায়ার ফাঁকে
দেখ, রোদ ছবি আঁকে
বাতাসের মেয়েরাও ঘ্রাণে কী ব্যাকুল!
ঘনছায়া সরে গেছে নিঝুম নিশির-
পাতায় পাতায় ঝরে রূপের শিশির।
ভোর বলে, দোর খুলে ঘুরে আসো যদি-
দেখে নিয়ো অপরূপা মায়াবতী নদী!
আলোর সুবাস ঝরে
ঝরনায়, সরোবরে
পাহাড়ের কোলঘেঁষে সাগর অবধি।
মধুমিঠে সোনারোদ পড়ে গলে গলে-
কুড়মুড়ে, ঝুরঝুরে, কী যে ঝলমলে!
বিহানের গান যদি শোনো একবার,
দূর বনে কোকিলের কুহুতান আর-
পাখিদের কলরবে
তোমার সকাল হবে।
আহা কী যে আনন্দ বাতাস ছোঁয়ার!
জীবন মানে তো ভোর, শিউলি বকুল,
সবুজ পাতার ছোঁয়া, সাদা নিমফুল!
