তোমাদের লেখা
আমার ভয়ংকর স্মৃতি
জারিফ জুলফিকার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আজ সকালে আমি ঘুম থেকে উঠলাম। এরপর হাঁসের গোশত দিয়ে বিন্নিভাত খেলাম। তারপর আমার গৃহশিক্ষক ইরাম ভাইয়া এলেন। আমি তার কাছে অনেকক্ষণ পড়লাম। তখন আমি গৃহশিক্ষকের অনুমতি নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। হঠাৎ দেখি বাথরুমটি কেঁপে উঠেছে। আমি ভাবলাম, আমার চোখের ভুল। হঠাৎ এর মাত্রা আরও বেড়ে গেল। আমার বুঝতে বাকি রইল না, ভূমিকম্প শুরু হয়েছে। আমি তখন ঘরে, আমার গৃহশিক্ষক ও আম্মুকে ডাকলাম। গৃহশিক্ষক বললেন, ৫-৬ সেকেন্ডের ভূমিকম্প হয়েছিল। তখন আমরা দ্রুত নিচে নেমে গেলাম। দেখি, সবাই নিচে নেমে আসছে। কিছুক্ষণ পর ওপরে উঠলাম। তারপর জানলাম, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলার মাধবদী এলাকায়। ভূমিকম্পে ৬৪ জেলা কেঁপে উঠেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এরপর আরও জানতে পারলাম, ভূমিকম্পে পুরান ঢাকায় তিনজন মারা গেছে। এ ছাড়া অনেক জায়গায় বিল্ডিংয়ে ফাটল ধরেছে। এমনকি কিছু বড় বড় বিল্ডিং ভেঙে পড়েছে। সারা দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জাপান বিশ্বে ভূমিকম্পের জন্য বিখ্যাত। এটি আমার জীবনের এক ভয়ংকর স্মৃতি।
জারিফ জুলফিকার
চতুর্থ শ্রেণি
সেকশন-বি-১
বিসিআইসি কলেজ, ঢাকা
