Logo
Logo
×

সকাল বেলার পাখি

সোনালি দিনের ডাক

Icon

জিয়া হক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এই দেশ এই পতাকা আমার পেয়েছি কেমন করে,

আম্মুর মুখে সেই কথা শুনে কেঁপে উঠি থরে থরে।

আব্বু ছিলেন মুক্তিযোদ্ধা- জীবনের মায়া ভুলে,

বুকের রক্ত ঢেলে দিয়ে যান বিজয়ের ফলে-ফুলে।

দীর্ঘ ন’মাস যুদ্ধ ভীষণ আগুনের কারাগার,

হিজলের বনে আমার মায়ের মিছেমিছে সংসার।

ঘর-বাড়ি ছেড়ে বাবা চলে যান চাল-চুলোহীন সব

একাত্তরের ভয়াল দিনের বুকফাটা অনুভব।

ভোরের আজান ভোরের সূর্য ভোরের পাখির গান,

নদীর ঢেউয়ের সুর-তাল-লয়ে বিজয়ের আহ্বান।

বৃষ্টির ফোঁটা রক্তের ফোঁটা একাকার লালে লাল,

চোখে-মুখে বড় বিজয়ের নেশা টগবগে উত্তাল।

সবুজ ধানের মায়াবি পাতায় সোনালি দিনের ডাক,

আমার বোনের শরমে লুকায় মধুমাখা মৌচাক।

রক্তের নদী এঁকেবেঁকে যায় গোলাপের গালে বিষ,

লাখো জীবনের বিনিময়ে কানে বাজে দোয়েলের শিস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম