Logo
Logo
×

সকাল বেলার পাখি

একদিন নিশিরাতে

Icon

জুলফিকার শাহাদাৎ

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একদিন নিশিরাতে

আকাশের কোটি তারা নিভে গেল

ডুবে গেল বাঁকা চাঁদ, শুকতারা

নিশ্চুপ হয়ে গেল অজপাড়া।

তারপর নিশিভূতে

গুম গুম শব্দের ঝড় তুলে

নিষ্ঠুর হৃদয়ের চোখ খুলে

কেড়ে নিল তাজাপ্রাণ অকাতরে

নিষ্পাপ কত ফুল গেল ঝরে।

তারপর,

দাউ দাউ পুড়ে ছাই বাড়িঘর

মাঠঘাট কেঁপে ওঠে থরথর

কান্নার নিদারুণ চিৎকারে

এই বুক ভেঙে যায় বারে বারে

বেড়ে যায় মানুষের ক্রন্দন

ছিঁড়ে যায় পৃথিবীর বন্ধন।

তারপর,

লাখো লাখো তাজা প্রাণ ঝরে গিয়ে

রক্তের রাঙা নদী পাড়ি দিয়ে

একদিন,

বিতাড়িত হয়ে গেল নিশিভূত

এ মাটির মায়া বড় অদ্ভুত

বিস্ময়ে এ পৃথিবী হতবাক

স্বাধীনতা জবা ফুল ফুটে থাক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম