ছড়াকবিতা
খোকার বুকে দেশ
শাহাবুদ্দীন নাগরী
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দিনটা ছিলো চৈত্র মাসের
বাতাস ছিলো আগুন,
কোথায় জানি উঠলো স্লোগান
দেশবাসী সব জাগুন।
আমি ছিলাম মগ্ন খেলায়,
সময় গেলো বেলায় বেলায়,
যখন ফিরে এলাম ঘরে
মা শোনালো কথা,
বাঙালিদের একটি দাবি
দেশের স্বাধীনতা।
পদ্মা আমার, নয়তো ঝিলাম,
তাইতো হাতে অস্ত্র নিলাম,
পাকিস্তানের অখণ্ডতায়
দিলাম পেরেক ঠুকে,
বাংলা নামে একটি দেশের
জন্ম হলো বুকে।
