|
ফলো করুন |
|
|---|---|
সকালবেলার পাখির ঠোঁটে
বিজয় গীতি শুনি,
কত মধুর কণ্ঠে পাখির
স্বপ্ন আশা বুনি।
সকালবেলার পাখির ঠোঁটে
স্বাধীনতার ধ্বনি,
জয়োল্লাসে বলছে পাখি
বিজয় মধ্যমণি।
সকালবেলার পাখির ঠোঁটে
পাই যেন তার মুক্তি,
আমরা সবাই মুক্ত পাখি
অলেখা এক চুক্তি।
