Logo
Logo
×

সকাল বেলার পাখি

কী যে মজা হতো

Icon

গিয়াস উদ্দিন রূপম

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইশকুলখানা যদি হতো ঠিক খেলাঘর

থাকত না শিক্ষক-ধমকানো-মারধর!

কানে ধরে ওঠবস দেখত না কেউ আর

লজ্জায় মাথাকাটা যেত না তো বারবার!

ঘড়ি ধরে ভোরে ওঠা লাগত না প্রতিদিন

কী যে মজা হতো তবে তাত্-তাতা-ধিন-ধিন!

আসত না রোজ রোজ বিকেলের টিউটর

সময়টা খেলবার-থাকত না ভয়-ডর!

ঝুলত না পিঠে আর ব্যাগভরা খাতা-বই

খোলামাঠে খেলাধুলা, ছোটাছুটি-হইচই!

থাকত না পড়াশোনা পাশ-ফেল-এগজাম

কী যে মজা হতো যদি এমনটা দেখতাম!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম