|
ফলো করুন |
|
|---|---|
ইশকুলখানা যদি হতো ঠিক খেলাঘর
থাকত না শিক্ষক-ধমকানো-মারধর!
কানে ধরে ওঠবস দেখত না কেউ আর
লজ্জায় মাথাকাটা যেত না তো বারবার!
ঘড়ি ধরে ভোরে ওঠা লাগত না প্রতিদিন
কী যে মজা হতো তবে তাত্-তাতা-ধিন-ধিন!
আসত না রোজ রোজ বিকেলের টিউটর
সময়টা খেলবার-থাকত না ভয়-ডর!
ঝুলত না পিঠে আর ব্যাগভরা খাতা-বই
খোলামাঠে খেলাধুলা, ছোটাছুটি-হইচই!
থাকত না পড়াশোনা পাশ-ফেল-এগজাম
কী যে মজা হতো যদি এমনটা দেখতাম!
