|
ফলো করুন |
|
|---|---|
পুব আকাশে সূর্য ওঠে
নিয়ম করে রোজ,
সন্ধেবেলা কোথায় হারায়
কেউ নিয়েছ খোঁজ?
সূর্যটা খুব ব্যস্ত থাকে
তার যে কত কাজ,
কাল যদি যায় আমরিকাতে
বাংলাদেশে আজ।
কোথাও নামায় ঘন আঁধার
কোথাও ছড়ায় আলো,
ঝলমলে এক সকাল দিয়ে
মন করে দেয় ভালো।
গ্রীষ্মকালে উগ্র মেজাজ
তাপে পোড়ায় ধরা,
শীতকালে হয় স্নিগ্ধ কোমল
মায়াতে সে ভরা।
