|
ফলো করুন |
|
|---|---|
কাঁপছে মাটি কাঁপছে ঘর
দালানকোঠা আপন পর
দুলছে যখন চায়ের কাপ
চেয়ার-টেবিল, বাপরে বাপ।
খালের পানি লাফায় খুব
হাঁসের ঝাঁকও দেয় না ডুব
পাখির গানে করুণ সুর
কাঁপছে শহর অনেক দূর।
ছাদ থেকে কেউ দেয় যে লাফ
দৌড়ে পেরোয় সিঁড়ির ধাপ
পায়ের তলায় পিষ্ট হয়
তবু মনের যায় না ভয়।
ভূমিকম্প দেখায় খেল
বাজে সবার মনে বেল!
