তোমাদের লেখা
বিজয়ের আলো
নায়লা আহমেদ
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লাল-সবুজের দেশটা আমার,
সূর্য ওঠে ভোরে,
এমন দিনে পাখি ডাকে
মিষ্টি মধুর সুরে।
স্বাধীনতার এই উৎসবে,
হৃদয় ভরা আলো,
দেশকে ভালোবাসব আমরা,
চিরদিনই ভালো।
নায়লা আহমেদ
৪র্থ শ্রেণি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল সর. প্রাথমিক বিদ্যালয়
