|
ফলো করুন |
|
|---|---|
বিজয় আমার বিজয় তোমার
বিজয় রক্ত জবার,
বিজয় হলো রক্তে কেনা
বিজয় হলো সবার।
দীর্ঘ ন’মাস যুদ্ধ করে
পেলাম মহান বিজয়,
হোক না বাধা, হোক না বিপদ
আমরা-ই করব জয়।
বিজয় ছিল স্বপ্নের মতো
বুকে আঁকা ছবি,
একাত্তরের ডিসেম্বরে
উঠল নতুন রবি।
তাহিয়াত রহমান
ষষ্ঠ শ্রেণি
ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুল, মোহাম্মদপুর, ঢাকা
