|
ফলো করুন |
|
|---|---|
মনে পড়ে খুব ছেলেবেলাটাকে,
মায়ের আঁচলে শৈশব থাকে।
সে ঘ্রাণ মেলে না আর তো কোথাও,
সব পেয়ে যাবে মা’র কাছে যাও।
যায় না তো ভোলা সব পড়ে মনে,
পৃথিবীটা বাঁধা আঁচলের কোণে।
কোনো পাজি পোকা চোখে যদি পড়ে,
মায়ের আঁচল তাকে চেপে ধরে।
মুছে দেন মা যে এঁটো হাত মুখ,
মুছে দেন ঘাম গাল ও চিবুক,
কেটে ছড়ে হলে শরীরের ক্ষয়,
মায়ের আঁচল ব্যান্ডেজ হয়।
মনে হলে ব্যথা চোখে এলে পানি,
মায়ের আঁচল মোছাবেই জানি।
বাবা বকা দিলে বুকে ভয় নিয়ে,
লুকিয়েছি মা’র আঁচলেই গিয়ে।
সুখ জমা রাখা যত্নের সঙ্গে,
আঁচলের ওই ছোট ব্যাংকটাতে।
শর্ত ছাড়াই দিয়ে যায় ঋণ,
মাকে ছাড়া হয় সব রঙহীন।
মনে পড়ে খুব ছেলেবেলাটাকে,
মায়ের আঁচলে শৈশব থাকে।
