Logo
Logo
×

সকাল বেলার পাখি

নতুন বছর

Icon

তাহমিনা কোরাইশী

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বোশেখ মানে পান্তা-ইলিশ

ফুল-ফসলের ডালা,

বোশেখ মানে লাল-সাদা রঙ

ফিতে চুড়ি মালা।

বোশেখ মানে কালবোশেখি

তুমুল বেগে ঝড়,

বোশেখ মানে প্রবল প্রতাপ

নেয় উড়িয়ে ঘর।

বোশেখ মানে তপ্ত দাহন

ত্রাহি ত্রাহি শ্বাস,

বোশেখ মানে রস টসটস

মেটায় তৃষ্ণা আশ।

বোশেখ মানে নতুন বছর

নতুনে পথ শুরু,

আশার মুখে ভাষা দিতে

মনটা উড়ু উড়ু।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম