Logo
Logo
×

সকাল বেলার পাখি

লোহার পাখি

Icon

রহমান মাজিদ

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কড়াৎ কড়াৎ কড়াৎ

লোহার পাখি যাচ্ছে উড়ে

বাজছে সরাৎ সরাৎ।

হিরায় গড়া পাখির দেহ

রুপোর ঝিলিক খিলে

সোনার ঠোঁটে খাচ্ছে পাখি

আস্ত মানুষ গিলে।

হাওয়ায় কাটে সাঁতার পাখি

হাওয়ায় বসবাস

একটু থেমে আবার ওড়ে

লোহার ব্রজেন দাস।

লোহার পাখি যাচ্ছে উড়ে

ইউরোপ-আমেরিকা

লাফিয়ে বলে মনন সোনা

ইউরেকা ইউরেকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম