|
ফলো করুন |
|
|---|---|
অভিমানি দোয়েল পাখি
কোথা হারাও দিশ,
মনটা বুঝি ভীষণ খারাপ
দাও না কেন শিস?
খুকুর সাথে আড়ি দিয়ে
দাও রে পাড়ি বন,
তোমার জন্য আজকে খুকু
পাঠে দেইনি মন।
যখন বসে ডালিম গাছে
ডাকতে মধুর সুরে,
খুকুর তখন দু’চোখ থেকে
ঘুম পালাতো দূরে।
আজকে আবার খুকুর আড়ি
খুলবে না সে দোর
বিনা শিসে কেমনে ফোটে
কুসুমকলি ভোর।
