Logo
Logo
×

সকাল বেলার পাখি

দোয়েল পাখি

Icon

হাফিয রেদওয়ান

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অভিমানি দোয়েল পাখি

কোথা হারাও দিশ,

মনটা বুঝি ভীষণ খারাপ

দাও না কেন শিস?

খুকুর সাথে আড়ি দিয়ে

দাও রে পাড়ি বন,

তোমার জন্য আজকে খুকু

পাঠে দেইনি মন।

যখন বসে ডালিম গাছে

ডাকতে মধুর সুরে,

খুকুর তখন দু’চোখ থেকে

ঘুম পালাতো দূরে।

আজকে আবার খুকুর আড়ি

খুলবে না সে দোর

বিনা শিসে কেমনে ফোটে

কুসুমকলি ভোর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম