|
ফলো করুন |
|
|---|---|
মায়াময় চাঁদখানি অনেক দূরে,
মায়াময় চাঁদ হাসে অন্তপুরে।
মায়াময় চাঁদ ওই চুপ-চুপ-চুপ
মায়াময় চাঁদ যেন কী যে অপরূপ!
মায়াময় চাঁদ দেখি জ্যোৎস্না রাতে,
মায়াময় চাঁদ ডুবে নীল সীমাতে।
মায়াময় চাঁদ দেখে পাগলপারা,
মায়াময় চাঁদ দেয় হৃদয় নাড়া।
মায়াময় চাঁদ ঐ ভাসে ধীরে-ধীরে,
মায়াময় চাঁদ ডাকে নীলিমার তীরে।
মায়াময় চাঁদ দেখে নাচে খুকি জুঁই
মায়াময় চাঁদটার মন ছুঁই-ছুঁই।
মায়াময় চাঁদটাকে রাঙিয়ে খাতায়,
জোছনা পুরিয়ে নেব পাতায়-পাতায়।
