Logo
Logo
×

সকাল বেলার পাখি

বই আলোচনা

ডার্ক রাইডার্স : অশান্ত পাহাড়ের গল্প

Icon

জুবায়ের বিন ইয়াছিন

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একটি কিশোর দৌড়াচ্ছে-তার পেছনে আরও দুজন। কিশোরটিকে ধরার চেষ্টা। স্বাভাবিক ধরা না, রীতিমতো আটক করতে হবে। পেছনে যে দুজন ধাওয়া করছেন, তারা সুবিধার লোক না। কাজ করেন পাহাড়ি এক ভয়ংকর গ্রুপের সঙ্গে। জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে থাকা এ কিশোরের সঙ্গেই পরিচয় ঘটে আরও দুই কিশোরের। দুই খুদে গোয়েন্দা। যারা যাচ্ছিলেন এখানেই এক আত্মীয়ের বাড়িতে। কিন্তু, কিছুক্ষণ বাদে এই তিন কিশোরই একসঙ্গে পালাতে শুরু করে। তাদের পেছনে ধাওয়া করছেন ভয়ংকর গ্রুপের দুই সদস্য, চালাচ্ছেন গুলিও। এভাবেই গল্প সামনে এগোতে থাকে। বান্দরবানের জনপদ থেকে পাহাড়ের গল্প। অয়ন নামের কিশোরকে বাড়ি থেকে নিয়ে গুম করে চক্রটি। অয়নকে খুঁজে পাওয়াটাই সংকল্প হয়ে ওঠে দুই গোয়েন্দার। তাদের সঙ্গে যুক্ত হয় স্থানীয় কিশোর অং। দুজন থেকে তিনজন। সম্ভাব্য চারদিকে ক্লু খুঁজতে থাকে তারা। জঙ্গল থেকে জনপদ, সব জায়গায়। খুঁজতে খুঁজতে তাদের সঙ্গে দেখা মেলে নানা চরিত্রের। পাগল ডসাই থেকে শুরু করে দুর্ধর্ষ কস্যাই, কস্যাইয়ের সঙ্গে গল্পের ডালপালা মেলে দেয় কস্যাইয়ের কুকুরও। একপর্যায়ে কস্যাইয়ের বাড়িতেই পাওয়া যায় ক্লু। একটি ম্যাপ, ডার্ক রাইডার্স।

ধু-ধু মরুতে যেন আশা ফিরে পেল তারা। ঠিক করে নেয় তাদের গন্তব্য। ম্যাপ-ই তাদের পথ বাতলে দিতে থাকে। কিন্তু তারা জানে না কোন ভয়ংকর সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে। দুর্গম পাহাড়ি পথ ধরে চলতে থাকে তিন কিশোর। বিভিন্ন জটিল ধাঁধা সমাধান করতে করতে। শেষ পর্যন্ত তারা চলে যায় তাদের গন্তব্যে, একেবারে অয়নকে আটকে রাখা রুমে। ততক্ষণে তারা পড়ে যায় এক ভয়ংকর ফাঁদে।

একেবারে মাকড়সার ফাঁদ। শেষ পর্যন্ত কী হয় তাদের সঙ্গে। তারা কি আর সেই জাল থেকে আর বের হতে পেরেছিল? ফিরতে পেরেছি কি মুক্ত আকাশে? জানতে হলে পড়ে ফেলতে হবে দুর্দান্ত এ কিশোর উপন্যাসটি।

বলছিলাম কিশোর রহস্য উপন্যাস ‘ডার্ক রাইডার্স’-এর কথা। তরুণ লেখক খন্দকার নূর হোসাইনের প্রথম উপন্যাস। কিন্তু পড়লে মনে হবে না-বইটি কোনো তরুণ লেখকের। ঝরঝরে ধারা বর্ণনায় শব্দ গেঁথেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। বিরক্তি আসেনি, বরং একটি পাতা থেকে আরেকটি পাতা টেনে নিয়েছে চুম্বক আকর্ষণে। গল্পের মাধ্যমে উপস্থাপন করেছেন সমসাময়িক এক জটিল দ্বন্দ্বের। শব্দের দারুণ বিন্যাস ও চমৎকার থিমের এ উপন্যাসটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান গার্ডিয়ান। এবং এর মূল্য রাখা হয়েছে দুইশ টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম