|
ফলো করুন |
|
|---|---|
ভালোবাসি চাঁদ তারা
ভালোবাসি ফুল
ভালোবাসি শাপলা ও
শেফালি বকুল।
ভালোবাসি বিহানের
দোয়েলের গান
ভালোবাসি মিনারের
মধুর আজান।
ভালোবাসি পাঠশালা
ভালোবাসি বই
ভালোবাসি নিজেদের
ঘরে পাতা দই।
বলো দেখি সবচেয়ে
ভালোবাসি কী?
আমাদের মায়াময়
মায়ের হাসি।
