Logo
Logo
×

সকাল বেলার পাখি

মায়ের হাসি

Icon

হুসাইন আলমগীর

প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভালোবাসি চাঁদ তারা

ভালোবাসি ফুল

ভালোবাসি শাপলা ও

শেফালি বকুল।

ভালোবাসি বিহানের

দোয়েলের গান

ভালোবাসি মিনারের

মধুর আজান।

ভালোবাসি পাঠশালা

ভালোবাসি বই

ভালোবাসি নিজেদের

ঘরে পাতা দই।

বলো দেখি সবচেয়ে

ভালোবাসি কী?

আমাদের মায়াময়

মায়ের হাসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম