Logo
Logo
×

সকাল বেলার পাখি

আমার ছোট্ট গাঁয়

Icon

নূর-ই-ইলাহী

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাঁঠালচাঁপার গন্ধে মুখর জোছনা রাতের তারা,

ঝুমকো জবার পরাগ মেখে পরান আত্মহারা।

ঝরা পাতার আবির মেখে ভাবনা জাগে মনে,

ইচ্ছে করে ফিরে যেতে ঊষাকালের ক্ষণে।

গাঁয়ের চাদর বিলায় আদর হিজল গহন বন,

স্বপ্ন রাঙা মনের আকাশ মন হারালো মন।

শ্যামলিমা গ্রাম যে আমার রাখালিয়ার গান,

কলমি ফুলের হাসি দেখে নেচে ওঠে প্রাণ।

শুকনো পাতা বিছিয়ে আছে গাঁয়ের পথে পথে,

মন হারালো প্রাণ হারালো রূপকথারই রথে।

আমার গাঁয়ের শিমুল শাখে ভোরের পাখি ডাকে,

গহিন রাতের স্বপ্নগুলো চাঁদের চুমু আঁকে।

রাশি রাশি তারা ফুলের স্বপ্ন চোখে আঁকি,

দিনের বেলা মিঠেল রোদের রূপখানি তার মাখি।

থোকায় থোকায় ঝাড় সোনালু, দেখবে রূপের নদী,

আমার গাঁয়ে উড়ছে নিতুই মেঘের তুলোর গদি।

গাঁয়ের হাওয়ায়, গাছের ছায়ায় মায়ের মমতায়,

মন যে সবার ভরে যাবে আমার ছোট্ট গাঁয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম