|
ফলো করুন |
|
|---|---|
কী করো বোন লাকি?
রং-তুলিতে চুপটি করে
দেশের ছবি আঁকি
বন্দি সময় ভাল্লাগে না
ঘরের ভেতর থাকি
সব এঁকেছি তবুও জানো
জোড়া শালিক বাকি।
আঁকতে গিয়ে জোড়া শালিক
ভাবনা জানো কী-রে?
আঁকলে ওরা উড়েই যাবে
সুরমা নদীর তীরে
আসবে নাতো ফিরে!
|
ফলো করুন |
|
|---|---|
কী করো বোন লাকি?
রং-তুলিতে চুপটি করে
দেশের ছবি আঁকি
বন্দি সময় ভাল্লাগে না
ঘরের ভেতর থাকি
সব এঁকেছি তবুও জানো
জোড়া শালিক বাকি।
আঁকতে গিয়ে জোড়া শালিক
ভাবনা জানো কী-রে?
আঁকলে ওরা উড়েই যাবে
সুরমা নদীর তীরে
আসবে নাতো ফিরে!