ছড়াকবিতা
আমার স্বাধীন ভুঁই
সাজজাদ হোসাইন খান
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভালোবাসার সবুজ খাটে ঘুমায় যখন মন
প্রজাপতির পাখায় তখন স্বপ্ন উচাটন।
আকাশ ছাদে মেঘের পাখি
নীল সাগরে নয়ন রাখি
খুশির ঘরে দিচ্ছে উড়াল কাঁপিয়ে তারার বন।
প্রভাতভরা রোদের ফোঁটা দৌড়ে নামে ক্ষেতে
সেই ফোঁটাতে সরষেফুলের পাপড়ি ওঠে মেতে।
হাওয়ায় কারা শব্দ করে
কাব্যকথার মিনার ধরে
আনন্দরা দাঁড়িয়ে থাকে জোছনা চাদর পেতে।
চাদরে তাই ঝরছে দেখ হাসির চম্পা-জুঁই
জুঁইয়ের বোঁটায় গড়ায় কেমন আমার স্বাধীন ভুঁই।
