গল্প-কার্টুন
গল্প : পাখিবন্ধু অনীক উদ্যান * লেখক : আবদুল হাই শিকদার * আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চল, তাহলে গল্পটা শুরু করি
মন কেমন করা বন। সবুজ কিন্তু অন্যরকম সবুজ। গভীর কিন্তু অন্যরকম গভীর এক বন।
সেই বনের ভেতর গাছের ডালে আইরাগুতি পাখিদের বাসা।
বাবা পাখি মা পাখির মনে অনেক আনন্দ। বাসায় তাদের একটি ছেলে হয়েছে। সারাক্ষণ বাসার বাইরে উঁকি ঝুঁকি দেয়। ভারি দুষ্ট। খালি ওড়ার চেষ্টা করে। বাবা-মা একটু আড়াল হলেই অমনি লাফঝাঁপ। এ নিয়ে বাবা-মা’র ভারি দুশ্চিন্তা।
