|
ফলো করুন |
|
|---|---|
দেশ-বিদেশে যাই যেখানে
সুখ থাকে না পাশে
মনের কথা হয় না বলা
মা’কে বারোমাসে!
মা যে সুখের মহাসাগর
এখন আমি বুঝি
লাল টমেটো মাছের যে ঝোল
মনে মনে খুঁজি।
মায়ের সুবাস বারে বারে
আমার কাছে আসে
অনুভবে অনুরণে
বুকের ভেতর ভাসে।
|
ফলো করুন |
|
|---|---|
দেশ-বিদেশে যাই যেখানে
সুখ থাকে না পাশে
মনের কথা হয় না বলা
মা’কে বারোমাসে!
মা যে সুখের মহাসাগর
এখন আমি বুঝি
লাল টমেটো মাছের যে ঝোল
মনে মনে খুঁজি।
মায়ের সুবাস বারে বারে
আমার কাছে আসে
অনুভবে অনুরণে
বুকের ভেতর ভাসে।