|
ফলো করুন |
|
|---|---|
মেঘের সাথে সন্ধি করে
আকাশ নিলাম লিখে,
পাখির ডানার ঝাপটা দেখে
উড়তে গেলাম শিখে।
সাগর দেখে পাঠ নিয়েছি
উদারতার বাণী,
বৃষ্টি আমায় শেখায় শুধু
বাঁচার জন্য পানি।
নদী আমায় চলতে শেখায়
সরলতার সুর,
মাঠের পরে পথের সীমা
নয়তো বেশি দূর।
ফুলের কলি কেবল শোনায়,
প্রস্ফুটিত গল্প,
শিশির কণা শেখায় যেনো
জীবন কত অল্প।
