Logo
Logo
×

সকাল বেলার পাখি

গল্প-কার্টুন

গল্প : পাখিবন্ধু অনীক উদ্যান * লেখক : আবদুল হাই শিকদার * আঁকা : কাওছার মাহমুদ

Icon

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বুঝলি, একদিনের কথা...

সকালবেলা বাবা পাখি গেছে খাবারের খোঁজে। বাসায় ছেলেকে একা একা সামলাচ্ছে মা।

ওদিকে সকাল গড়িয়ে যায়। দুপুরও গড়িয়ে যায়। বাবা পাখির ফেরার নামটি নেই। ঠাঠা রোদ থেকে ছেলেকে আড়াল করার জন্য পাখা বিছিয়ে রাখতে রাখতে গরমে মর মর অবস্থা মা পাখির।

ক্ষুধায় কিচিরমিচির করতে করতে কাহিল হয়ে পড়ে ছেলে পাখি। চিন্তায় অস্থির মা পাখি। তাইতো এত দেরি হচ্ছে কেন? এত দেরি তো করে না। যাই, ছেলের বাবাকে খুঁজে নিয়ে আসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম