Logo
Logo
×

সকাল বেলার পাখি

গল্প-কার্টুন

গল্প : পাখিবন্ধু অনীক উদ্যান * লেখক : আবদুল হাই শিকদার * আঁকা : কাওছার মাহমুদ

Icon

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খানিক পরেই মজাদার সব খাবার নিয়ে ফিরে এসে বাবা-মা দেখে বাসা খালি।

এডালে ওডালে, এগাছে ওগাছে, সারা বনে পুত পুত বলে খুঁজে বেড়াতে লাগল।

ছ্যাৎ করে উফে মন। মা-বাবা একসঙ্গে চিৎকার করে ডেকে উঠল ‘পুত, ‘পুত’ করে।

সেই থেকে বন উজাড় করে খুঁজে বেড়ায় আইরাগুতি। কাঁদে আর খুঁজে বেড়ায় হারানো ছেলেকে। তাদের কাঁদা দেখে বনের হরিণ ঘাস খাওয়াও ভুলে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম