বই আলোচনা
চোর পালালে বুদ্ধি বাড়ে
ছোটদের জন্য মজার বই
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘চোর পালালে বুদ্ধি বাড়ে’ একটি ব্যতিক্রম ছড়াগ্রন্থ। শিশু-কিশোর উপযোগী বিশটি ছড়া স্থান পেয়েছে বইটিতে। প্রত্যেকটি ছড়াই একটি আরেকটি থেকে আলাদা। ভিন্ন স্বাদের ভিন্ন মেজাজের। ‘বসব না আজ পাঠে’ ছড়ার শেষের তিন চরণ-
শুনব না আজ মানা/শুক্র-শনির ছুটি মানেই/আনন্দে আটখানা।
এ ছড়াটি পড়ামাত্রই ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় স্কুল ছুটির দিন, বিশেষ করে শুক্রবারে আমরা পড়াশোনা বাদ দিতাম। কোথায় কলাগাছের ভেলা, ডাংগুলি, মার্বেল, গোল্লাছুট, বল খেলা, হাটে-মাঠে মেতে থাকতাম। সেই শৈশবের কথা ফিরে পাওয়া যায় এ ছড়ায়। ডোরাকাটা বাঘের মতো হেলেদুলে যাচ্ছে ছড়া। ‘গাধার সাথে তর্ক’ ছড়ায় ছড়াশিল্পী বলেছেন-
আগের মতো বিচার কি আর এই বনেতে নাই?/কোন দোষেতে পেলাম সাজা জানতে আমি চাই?
এমন কথায় ক্রুদ্ধ হয়ে বলেন বনের রাজা,/গাধার সাথে তর্ক করায় দিলাম তরে সাজা!
এই ছড়া যেন সমাজ বাস্তবতার সচিত্র প্রতিবেদন। বনের পশুর মাধ্যমে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে রাষ্ট্রের ভঙ্গুর দিকটি। ছন্দ ও অন্ত্যমিলের বিষয়টিও চোখে পড়ার মতো।। ছড়াশিল্পী অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিটি ছড়াই বিন্যস্ত করেছে। ফলে ছড়াগ্রন্থটি হয়ে উঠেছে পাঠকের পিপাসা নিবারণের অন্যতম রসদ। ‘চোর পালালে বুদ্ধি বাড়ে’ ছড়ার বইটি প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫ সালে। বইটি প্রকাশ করেছে সপ্তডিঙা প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন দেলওয়ার রিপন। অলংকরণ শেখ সাদী। প্রকাশক মো. নজরুল ইসলাম। চোর পালালে বুদ্ধি বাড়ে ‘সাহিত্য ডটকম’ তারুণ্যের স্বপ্নপূরণ প্রকল্প পুরস্কার প্রাপ্তবই। বইটির ফ্লাপ লিখেছেন ছড়াসম্রাট জগলুল হায়দার। বইটি লেখক উৎসর্গ করেছেন মা-বাবা ও দুই প্রিয় ছোট্ট ভাইকে। চোর পালালে বুদ্ধি বাড়ে ছড়ার বইটি লেখকের প্রথম বই। প্রথম বই হলেও তা বোঝার উপায় নেই। বইটির বহুল প্রচার আশা করছি।
শাহীন পরদেশী
