Logo
Logo
×

সকাল বেলার পাখি

বৃষ্টি পড়ে

Icon

সাদমান হাফিজ শুভ

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর

বৃষ্টি পড়ে সকাল-দুপুর

গুড়ুম-গুড়ুম হাঁক,

বৃষ্টি পড়ে মুষলধারে

বৃষ্টি পড়ে পুকুরপাড়ে

ঘ্যাঙর ঘ্যাঙর ডাক।

বৃষ্টি পড়ে টিনের চালে

রুম ঝুমা ঝুম ছন্দ-তালে

ভাঙে খোকার ঘুম,

বৃষ্টি পড়ে ডালে ডালে

দমকা হাওয়ার তালে তালে

আম কুড়োনোর ধুম।

বৃষ্টি পড়ে খুকুর খাতায়

বাগ-বাগিচায় পাতায়-পাতায়

ঝকঝকানো বন,

বৃষ্টি পড়ে গ্রাম-শহরে

শান্ত নদী উথাল করে

উথাল করে মন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম