|
ফলো করুন |
|
|---|---|
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
বৃষ্টি পড়ে সকাল-দুপুর
গুড়ুম-গুড়ুম হাঁক,
বৃষ্টি পড়ে মুষলধারে
বৃষ্টি পড়ে পুকুরপাড়ে
ঘ্যাঙর ঘ্যাঙর ডাক।
বৃষ্টি পড়ে টিনের চালে
রুম ঝুমা ঝুম ছন্দ-তালে
ভাঙে খোকার ঘুম,
বৃষ্টি পড়ে ডালে ডালে
দমকা হাওয়ার তালে তালে
আম কুড়োনোর ধুম।
বৃষ্টি পড়ে খুকুর খাতায়
বাগ-বাগিচায় পাতায়-পাতায়
ঝকঝকানো বন,
বৃষ্টি পড়ে গ্রাম-শহরে
শান্ত নদী উথাল করে
উথাল করে মন।
